ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলিকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। এমনিতে আগেই বলা হচ্ছিল দলে তেমন চমক থাকবে না। শুধু রিশাব পান্তকে নিয়ে কথা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা পেলেন না তিনি। তার পাশাপাশি ১৫ সদস্যের দলে নেই অম্বাতি রায়ডু ও অজিঙ্কা রাহানে। তবে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আছেন দিনেশ কার্তিক।
দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের সঙ্গে আছেন লোকেশ রাহুল।
ব্যাটসম্যান হিসেবে আছেন- অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল আর কেদার যাদব। অলরাউন্ডার বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।
পেসার রয়েছেন তিনজন- ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি। দলে দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদব।
এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ও বিরাট কোহলি সোমবার মুম্বাইয়ে ভারতীয় বোর্ডের হেড কোয়ার্টারে সভা শেষ দল ঘোষণা করেন। পান্তের জায়গায় কেন কার্তিক? এনিয়ে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘অবশ্যই কার্তিক ও পান্তের জায়গা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারা দলে থাকবেন ধোনি ইনজুরিতে পড়লে। এখানে আবার উইকেট কিপিংটাও গুরুত্বপূর্ণ। আর একারণেই কার্তিককে দলে রাখা হয়েছে।’
৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবেওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। তবে ভারতের অভিযান শুরু ৬ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিশ্বকাপ দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।
Discussion about this post