বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দল মাত্র একটি ম্যাচ হেরেছে। একইভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছে দলটি। ৭ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় আর চতুর্থস্থানে রয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স।
চলুন দেখে নেই সোমবারের আগ পর্যন্ত এবারের বিপিএলের পয়েন্ট তালিকা।
পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | ফল হয়নি | পয়েন্ট | রান রেট |
ঢাকা ডায়নামাইটস | ৬ | ৪ | ১ | ১ | ৯ | ২.২৯১ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৫ | ৪ | ১ | ০ | ৮ | ০.৮৯১ |
খুলনা টাইটান্স | ৬ | ৩ | ২ | ১ | ৭ | -০.১৩২ |
সিলেট সিক্সার্স | ৭ | ৩ | ৩ | ১ | ৭ | -০.৭২২ |
রাজশাহী কিংস | ৬ | ২ | ৪ | ০ | ৪ | -০.৮৭৯ |
চিটাগং ভাইকিংস | ৬ | ১ | ৪ | ১ | ৩ | -০.৬৩৮ |
রংপুর রাইডার্স | ৪ | ১ | ৩ | ০ | ২ | -০.৫৭৪ |
Discussion about this post