বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থার ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। যদিও সেখানে নেই বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম।
আইসিসি ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করে। আর এই প্রক্রিয়ায় বিচারক হিসেবে ছিলেন সাবেক তিন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড় এবং গ্যারি কার্স্টেন।
ইংল্যান্ডের অ্যালিয়েস্টার কুককে আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। দলে আছেন ইংল্যান্ডের চার, অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজনকে ক্রিকেটার আছেন টেস্ট দলে।
আইসিসির ঘোষিত টেস্ট দল-
১। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২। অ্যালিস্টার কুক (ইংল্যান্ড/অধিনায়ক)
৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৪। জো রুট (ইংল্যান্ড)
৫। অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)
৬। জনি বেয়ারস্টো (ইংল্যান্ড/উইকেটরক্ষক)
৭। বেন স্টোকস (ইংল্যান্ড)
৮। রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
৯। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
১০। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১১। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
দ্বাদশ ক্রিকেটার: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
এদিকে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। এই নিয়ে তিনবার দলটির নেতৃত্বে আছেন ভারতীয় তারকা ক্রিকেটারটি।
বর্ষসেরা ওয়ানডে দল-
১। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২। কুইন্টন ডি কক (দ. আফ্রিকা/উইকেটরক্ষক)
৩। রোহিত শর্মা (ভারত)
৪। বিরাট কোহলি (ভারত/অধিনায়ক)
৫। এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
৬। জস বাটলার (ইংল্যান্ড)
৭। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
৮। রবীন্দ্র জাদেজা (ভারত)
৯। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১০। কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
১১। সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)
দ্বাদশ ক্রিকেটার: ইমরান তাহির (দ. আফ্রিকা)
Discussion about this post