ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিনিয়রদের মতো জুনিয়রাও আক্ষেপ নিয়ে শেষ করলেন মিশন। মাশরাফি বিন মর্তুজার দল ভারতের কাছে হেরেছিল ফাইনালে। কিন্তু তৌহিদ হৃদয়ের অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনাল বৃহস্পতিবার হেরে গেল ভারতের কাছে। তাও আবার মাত্র ২ রানে!
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ১৭৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল। কিন্তু ১৭০ রানে আটকে যায় জুনিয়র টাইগাররা।
অথচ বোলাররা দুর্দান্ত বোলিং উপহার দিয়েছিলেন। কম রানেই আটকে রেখেছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। ১০ ওভারে মাত্র ১৬ রানে ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম। অধিনায়ক তৌহিদ হৃদয় ৩ ওভারে মাত্র ৪ রানে ২টি আর মৃত্যুঞ্জয় চৌধুরী ২৭ রানে ২টি ও রিশাদ হোসেন ৩৬ রানে ২টি উইকেট তুলে নেন।
এরপর জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভাল ছিল না জুনিয়র টাইগারদের। কিন্তু একটা সময় বাংলাদেশের দরকার ছিল ৪৮ বলে মাত্র ১২ রান। হাতে ৪ উইকেট। তারপরও ঠিক মতো তরী নোঙর করল না। ২২ বলে যখন ৩ রান দরকার তখন শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন মিনহাজুল।
জয়ের পথটা তৈরি করে দিয়েছেলন ৬ষ্ঠ উইকেট জুটিতে আকবর আলি ও শামীম হোসেন পাটোয়ারি। তারা যোগ করেন ৭৪ রান। কিন্তু এ দু’জন বিদায় নিতেই সর্বনাশ। আকবর আলি ৬৩ বলে ৪৫ রান তুলে আউট। শামীম জয় থেকে মাত্র ১২ রান দুরে থেকে ফিরেন। ৭৮ বলে ৫৯ রান করেন তিনি।
এইতো কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরেছিল বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.৩ ওভারে ১৭২ (জইশওয়াল ৩৭, পাদিক্কাল ১, রাওয়াত ৩৫, সিমরান ২, রাঠোর ২, বাদোনি ২৮, সমীর ৩৬, গঙ্গাপুরাম ১৭, হার্শে ৮, মোহিত ১, দেশাই ২*; শরিফুল ৩/১৬, মৃত্যুঞ্জয় ২/২৭, শামিম ০/২৫, মাহমুদুল ০/১৫, রিশাদ ২/৩৬, তৌহিদ ২/৪, রকিবুল ০/২৮, মিনহাজুল ১/১৯)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.২ ওভারে ১৭০ (প্রান্তিক ৬, সাজিদ ২, মাহমুদুল ২৫, তৌহিদ ৮, শামিম ৫৯, রিশাদ ২, আকবর ৪৫, মৃত্যুঞ্জয় ২, রকিবুল ৪*, শরিফুল ০, মিনহাজুর ৬; মোহিত ৩/২৫, গঙ্গাপুরাম ১/২৬, দেশাই ৩/৩৫, )
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ২ রানে জয়ী
ম্যাচ সেরা : মোহিত জানগারা
Discussion about this post