ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরিতে শ্রীলঙ্কা সফর শেষ হতেই ছুটে গিয়েছিলেন প্রিয় শহর নড়াইলে। সেখানেই সময় কেটেছে মাশরাফি বিন মুর্তজার। শুক্রবার রাতে ফিরেছেন ঢাকায়। এরপর শনিবার দুপুরে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরন সঙ্গে। সেখানেই তার বিদায়ের প্রসঙ্গটা উঠল।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মাশরাফির ক্রিকেট থেকে অবসর নেয়ার বিষয়টি আড়াল করছে না বিসিবি। শনিবার বিসিবির কার্যালয়ে এসে নিজের সিদ্ধান্ত জানান মাশরাফি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরো দু’মাস সময় চেয়েছেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন ‘মাশরাফিকে আমরা এখানে ডেকেছিলাম। নতুন কোচ আমরা নিয়েছি। সে বিষয়েও তার সঙ্গে আলোচনা করেছি। তাছাড়া তার অবসরের বিষয়টিও প্রসঙ্গ ছিলো। মাশরাফি জানাল মাস দুয়েকের পরে তার সিদ্ধান্ত আমাদের জানাবে।’
ওয়ানডে অধিনায়কের অবসর নিয়ে পাপন আরও বলেন, ‘দেখুন, এটা শুধু বোর্ড দিয়ে হবে না। খেলোয়াড়ের মাথায়ও চিন্তাটা আসতে হয়। খেলোয়াড় যদি সেভাবে চিন্তা না করে তাহলে তো লাভ হলো না। আমাদের কাজ হলো জানানো যে আমরা ভালোভাবে, সুন্দরভাবে বিদায় দিতে চাই। এখন সিদ্ধান্ত তার। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নেবে, না হলে বোর্ড বোর্ডের সিদ্ধান্ত নিবে।’
সেপ্টেম্বরে তিনজাতি টি-টুয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে আসবে ঢাকায়। সফরে জিম্বাবুয়ের সঙ্গে একটি ওয়ানডে ম্যাচের আয়োজন করতে চাইছে বিসিবি। মাশরাফিকে বিদায় জানানোর প্রাথমিক একটা পরিকল্পনা করা হচ্ছিল। তবে আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।
শনিবার বিসিবিতে নাজমুল হাসান জানান, ‘মাশরাফি যখন সময় চেয়েছে তখন আমরা সেটা মেনে নিয়েছি। তাছাড়া চলতি বছর আমাদের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। তাই আমরা অপেক্ষায় থাকতেই পারি। তবে জিম্বাবুয়ের সঙ্গে তার বিদায়ী ওয়ানডে ম্যাচ করব কিনা, সেই ব্যাপারে মাশরাফির মতামত চেয়েছিলাম। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোন ওডিআই নেই, তাই এখনই সেটা চাইছেন না মাশরাফি। দুইমাস পরে হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বলে সে জানিয়েছে।’
Discussion about this post