ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের টেস্টের বড় জয়ে স্বস্তি নিয়েই মাঠে নেমেছে ভারত। জ্যামাইকা টেস্টের প্রথম দিনটা অবশ্য সমান তালেই লড়েছে দুই দল। ব্যাট-বলে টেস্ট জমে উঠার স্পষ্ট ইঙ্গিত! দুই ফিফটিতে বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল টানছেন দলকে। আবার বল হাতে বেশ দাপটই দেখালন জেসন হোল্ডার।
শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারত তুলেছে ৫ উইকেটে ২৬৪। হনুমা বিহারী ৪২ ও রিশাভ পান্ত ২৭ রানে আজ শনিবার ব্যাটিংয়ে নামবেন।
এর আগে স্যাবিনা পার্কে টস ভাগ্যটা ছিল ক্যারিবীয়দেরই পক্ষে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতের ছন্দপতন। বিদায় নেন লোকেশ রাহুল। এরপরই চেতেশ্বর পুজারাকে ফেরান অভিষেক ম্যাচ খেলতে নামা রাকিম কর্নওয়াল।
তারপর অবশ্য প্রতিরোধের প্রাচীর তুলে দাঁড়ান বিরাট কোহলি। দেখে শুনে খেলে শতরানের পথেই ছিলেন ভারত অধিনায়ক। এরমধ্যে অবশ্য আগারওয়াল ফিরে যান ৫৫ রানে। তার আগে কোহলির সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি।
বেশিদূর যেতে পারেন নি আগের টেস্টের সেরা অজিঙ্কা রাহানে। ২৪ রান করে ফেরেন তিনি। এরপরই অধিনায়ক হোল্ডার আটকে দেন কোহলিকে। বিদায়ের আগে ৭৬ রান করেন বিরাট।
শেষদিকে দলকে টেনে নিয়েছেন বিহারী ও পান্ত। এরইমধ্যে দু’জন গড়েছেন ৬২ রানের জুটি। হোল্ডার ৩৯ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৪/৫ (রাহুল ১৩, আগারওয়াল ৫৫, পুজারা ৬, কোহলি ৭৬, রাহানে ২৪, বিহারী ৪২*, পান্ত ২৭*; রোচ ১৯-৭-৪৭-১, গ্যাব্রিয়েল ১২-০-৫৭-০, হোল্ডার ২০-৬-৩৯-৩, কর্নওয়াল ২৭-৮-৬৯-১, চেইস ১২-৪-৩১-০)
Discussion about this post