ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরের আগে সতর্কতার অংশ হিসেবে দ্বিতীয় দফায় চলছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। যদিও লঙ্কা সফর নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। কিন্তু প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ১৮ ও ১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের স্কিল দলে থাকা ২৭ ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়েছে।
দুঃসংবাদ হলো সেই টেস্টে পজিটিভের খুব কাছাকাছি এসেছেন দুজন ক্রিকেটার। এ কারণেই বাড়তি সতর্ক বিসিবি। এ দুই ক্রিকেটারের কাছাকাছি থাকা ক্রিকেটারসহ পুরো দলকে পরবর্তী টেস্ট করানোর আগ পর্যন্ত আইসোলোটেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের পরবর্তী টেস্ট হবে ২২ সেপ্টেম্বর।
এর আগে বিসিবি জানিয়েছে ‘১৮ ও ১৯ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয় ক্রিকেটারদের। সেই টেস্টে দুজন ক্রিকেটারের একজনের রিপোর্ট ‘বর্ডারলাইন নেগেটিভ’ এসেছে। আরেক ক্রিকেটারের স্পষ্ট করোনা উপসর্গের লক্ষণ পাওয়া গেছে। শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ ক্রিকেটারের প্রাথমিক দল এখন হোটেল সোনারগাঁওয়ে বায়ো সিকিউর পরিবেশে রয়েছেন। করোনা ব্যবস্থাপনার নিয়মনীতি অনুযায়ী উপসর্গ থাকা দুই ক্রিকেটারসহ পুরো দলকে এখন পরবর্তী টেস্টের আগ পর্যন্ত আইসোলোটেড অবস্থায় থাকতে হবে।’
আইসোলেশনে থাকা ক্রিকেটারদের বেশির ভাগ গত কয়েকদিনে ঢাকার বাইরে থেকে ক্যাম্পের জন্য ফিরেছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, ‘জৈব-সুরক্ষা বলয়ের নির্দেশিকাতেই আছে, কারও সামান্যতম উপসর্গ দেখা দিলেই তাকে ও তার সংস্পর্শে আসা সবাইকে আলাদা করে ফেলতে হবে। এক্ষেত্রে সেটিই করা হয়েছে। দু-একজনের সামান্য উপসর্গ আছে, তাই বাকি সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।’
মঙ্গলবার করোনা টেস্টের পরে শ্রীলঙ্কা সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। ২৭ সেপ্টেম্বর লঙ্কা দ্বীপে উড়াল দেওয়ার কথা ক্রিকেটারদের। তিন টেস্টের সিরিজ শুরু হবে অক্টোবরের শেষে। যদিও এখন দুই দেশের ক্রিকেট বোর্ড কোন কিছুই চূড়ান্ত করেনি।
Discussion about this post