দুঃস্বপ্নের মতো একটা বিশ্বকাপ। জয়ে দিয়ে শুরু তারপর একটানা ৬ হার। তারপর একটা জয়। এবার শেষ ম্যাচে এসে হার। হতাশা নিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শেষ!
শনিবার নিজেদের শেষ ম্যাচে পুনেতে ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের ব্যর্থতায় দলের সংগ্রহ বড় হয়নি। এরপর বোলাররাও হতাশ করলেন। যার পথ ধরে সহজ জয়ে সেমিফাইনালের প্রস্তুতিটা নিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩০৭ রানের লক্ষ্য ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫০ ওভারের বৈশ্বিক টুর্নামেন্টে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
এই হারের পরও নেট রান রেটে এগিয়ে থেকে আপাতত আট নম্বরেই আছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে রোববার ভারতের বিপক্ষে ম্যাচ থেকে নেদারল্যান্ডস কোনো পয়েন্ট না পেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
এদিন মিচেল মার্শ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সঙ্গে তার দুটি শতরানের জুটির সৌজন্য বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো টার্গেটও সহজে টপকে যায় অস্ট্রেলিয়া।
আগ্রাসী ব্যাটিংয়ে ৯ ছক্কা ও ১৭ চারে ১৩২ বলে ১৭৭ রানে অপরাজিত থাকেন মার্শ। তার সঙ্গে ১৭৫ রানের জুটি গড়া স্টিভেন স্মিথ ৬৪ বলে তুলেন ৬৩ রান।
দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৮ (তানজিদ ৩৬, লিটন ৩৬, শান্ত ৪৫, হৃদয় ৭৪, মাহমুদউল্লাহ ৩২, মুশফিক ২১, মিরাজ ২৯, নাসুম ৭, মেহেদি ২, তাসকিন ০; হেইজেলউড ৭-১-২১-০, কামিন্স ৮-০-৫৬-০, অ্যাবট ১০-০-৬১-২, মার্শ ৪-০-৪৮-০, হেড ৬-০-৩৩-০, স্টয়নিস ৫-০-৪৫-১)
অস্ট্রেলিয়া: ৪৪.৪ ওভারে ৩০৭/২ (হেড ১০, ওয়ার্নার ৫৩, মার্শ ১৭৭, স্মিথ ৬৩; তাসকিন ১০-০-৬১-১, মেহেদি ৯-০-৩৮-০, নাসুম ১০-০-৮৫-০, মিরাজ ৬-০-৪৭-০, মুস্তাফিজ ৯.৪-১-৭৬-১)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মিচেল মার্শ
Discussion about this post