ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তামিম ইকবালের। দুঃস্বপ্নের মতো শেষ হয়েছিল বিশ্বকাপ। এরপর শ্রীলঙ্কা সফরেও করেছেন হতাশ। যে কারণে সরিয়ে নেন দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আর ত্রিদেশীয় সিরিজে। ফিরেছেন জাতীয় ক্রিকেট লিগে। প্রথম রাউন্ডে রানে ফেরার পথেই ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে সর্বনাশ।
আগামী মাসের শুরুতে ভারতের সঙ্গে সিরিজের আগে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন তামিম। অনুশীলনে পাঁজরে চোট পেয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেন নি তিনি। ফতুল্লায় বৃহস্পতিবার ম্যাচ খেলতে গিয়েও ফিরে আসেন।
গত মঙ্গলবার ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান এই তারকা ব্যাটসম্যান। পুরনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শে অনুশীলনে ব্যস্ত রাখেন নিজেকে। দীর্ঘ সময় নেটে ছিলেন। তখনই পাঁজরের ডান পাশে ব্যথা পান তামিম। শুরুতে আঘাত তেমন তীব্র নয়।
এরপর বুধবার অনুশীলনে বুঝতে পারেন সমস্যাটা মামুলি নয়। তারওপর বুধবার রাতে ব্যথার তীব্রতা বাড়তে থাকে। সব মিলিয়ে মাঠের বাইরে চলে গেলেন তামিম। বৃহস্পতিবার জাতীয় লিগে বরিশাল বিভাগের বিপক্ষে খেলেননি চট্টগ্রামের এই তারকা।
৩ নভেম্বর টি-টুয়েন্টি দিয়ে শুরু টাইগারদের ভারত সফর। তার আগে অনুশীলন পর্বে বেশ বড় ধাক্কাই খেলেন তামিম। ফতুল্লা থেকে ফেরার পর স্ক্যান করানো হয়। ধরা পড়েছে ছোট্ট একটু ‘টিয়ার।’ পাঁজরের এই জায়গাটার কাছাকাছিই গত বছর একবার চোট পান তামিম।
পাঁজরে টেপ পেঁচিয়ে দেওয়া হয়েছে তামিমের। বলা হচ্ছে- সপ্তাহখানেক বাইরে থাকতে হতে পারে তামিমকে।
Discussion about this post