বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এ কাজের অভিজ্ঞতা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে ক্রিকেট উন্নয়নের বাস্তবভিত্তিক ধারণা দিয়েছে, যা এবার তিনি কাজে লাগাতে চান নিজের দেশ বাংলাদেশে।
আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের সদস্য হিসেবে কাজ করার সময় বুলবুল আফগানিস্তান ক্রিকেটে গঠনমূলক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে এমন একটি কাঠামো দাঁড় করাতে চান, যেখানে দল গঠন ও খেলোয়াড় নির্বাচন হবে এক কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, আফগানিস্তানে কাজ করার সময় তিনি দেখেছেন কীভাবে হাই-পারফরম্যান্স ও জাতীয় দলের মধ্যে একটি সংযুক্ত কাঠামো বজায় রাখা হয়। সেখানে খেলোয়াড়দের একটি নির্ধারিত মানদণ্ড পূরণ করেই জাতীয় দলে জায়গা করে নিতে হতো। একই ধরনের কাঠিন্যভিত্তিক এবং লক্ষ্যনির্ভর পদ্ধতি বাংলাদেশেও প্রণয়ন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বুলবুল বলেন, ‘দল নির্বাচনে একটা পদ্ধতি থাকা উচিত। খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়াতেও একটা কাঠামো থাকা উচিত। সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই খেলোয়াড়দের পারফর্ম করতে হবে, অন্যথায় পুরো প্রক্রিয়াই লক্ষ্যচ্যুত হবে।’
ঘরোয়া ক্রিকেট নিয়েও বুলবুলের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিকল্পিত। তিনি মনে করেন, আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া ক্রিকেটের ফরম্যাট নির্ধারণ করলে খেলোয়াড়রা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যদি জাতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে যায়, তাহলে ঘরোয়া টুর্নামেন্টও সেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া উচিত।’
Discussion about this post