রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে প্রাইম ব্যাংক মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। ৭৯ রানের সহজ জয় দিয়ে শুরু করেছে প্রাইম ব্যাংক সিসি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাট করতে নেমে তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ৩৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ৯ উইকেট হারিয়ে গোপীবাগের ক্লাব তুলে ২৫৫ রান।
ম্যাচে প্রাইম ব্যাংকের জিয়াউর রহমান হতে পারতেন এবারের লিগের প্রথম সেঞ্চুরিয়ান। ৪৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার দাপটে এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। শতরান থেকে মাত্র ১১ রান পেছনে থেকে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে আসেন। জিয়া খুব কাছে গিয়ে না পারলেও লঙ্কান রাজাপাকসে ঠিক তিন অঙ্কে পৌঁছে যান। এবারের লিগে প্রথম শতরান করা রাজাপাকসে ৯৭ বলে ১০৭ রানে আউট। প্রাইম ব্যাংকের রান দাড়ায় ৩৩৩।
ব্রাদার্সের হয়ে দারুন লড়েছেন নাফিস ইকবাল। তার ব্যাট থেকে আসে ১৫০। অনেক দিন পর রানে ফিরলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কিন্তু দলকে জেতাতে পারলেন না।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক : ৫০ ওভারে ৩৩৩/৯ ( সৈকত ০, জিয়া ৮৯, রাজা পাকসে ১০৭, মাহমুদুল হাসান ৫৪, ডি জয়সা ২৯, তাইবুর ২৫, রেজাউল ১১, রনি ২/৫৩, সোহরাওয়ার্দী শুভ ২/৫৩, সোহরাওয়ার্দী শুভ ৩/৫২)
ব্রাদার্স : ৪৫.২ ওভারে ২৫৫/৯ ( তামিম ৩১, নাফিস ১৫০ অবসর, মেহরাব জুনিয়র ২৩, অলক ১৩, তাপস ২/৩৮, এনামুল জুনিয়র ৩/৩৬, ফরিদউদ্দীন মাসুদ ২/৫৬)
ফল : প্রাইম ব্যাংক ৭৯ রানে জয়ী।
Discussion about this post