ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনই দাপট অস্ট্রেলিয়ার। স্টিভেন স্মিথের ব্যাটিংয়ে প্রথম দিন ড্রাইভিং সিটে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া তুলেছে ৪ উইকেটে ২৫৭ রান।
৭৭ রানে উইকেটে স্মিথ, ২৫ রানে অন্যপ্রান্তে ট্রাভিস হেড।
যদিও এদিন টস জিতে নিউজিল্যান্ড। বোলিং নেয় সফরকারীরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সিদ্ধান্তটা যৌকাতিক হয়ে উঠেনি। মেলবোর্ন ক্রিকেড গ্রাউন্ডে যদিও দিনের চতুর্থ বলে বার্নসকে ফেরান ট্রেন্ট বোল্ট।হতাশ হয়ে যায় ৮০ হাজার ৪৭৩ দর্শকের বড় অংশ। অ্যাশেজ ছাড়া বক্সিং ডে টেস্টে রীতিমতো রেকর্ড দর্শক দেখা যায় গ্যালারিতে।
ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন গড়েন ৬০ রানের জুটি। ৬৪ বলে ৩টি চারে ৪১ রান করে আউট ওয়ার্নার।তৃতীয় উইকেটে লাবুশেনকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ। টানা তিন টেস্টে সেঞ্চুরি করা লাবুশেন ফেরেন ১৪৯ বলে ৬৩ রানে।
৪৮ রানে ২ উইকেট নিয়ে ডি গ্র্যান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৫৭/৪ (ওয়ার্নার ৪১, বার্নস ০, লাবুশেন ৬৩, স্মিথ ৭৭*, ওয়েড ৩৮, হেড ২৫*; বোল্ট ২০-২-৬০-১, সাউদি ২১-৫-৬৩-০, ডি গ্র্যান্ডহোম ২১-৫-৪৮-২, ওয়েগনার ২১-৭-৪০-১, স্যান্টনার ৭-১-৩৪-০)
Discussion about this post