ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দশ বছর পর ফের পাকিস্তানে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। অনেক প্রতীক্ষা শেষে ক্রিকেট ফিল পাকিস্তানে। আর এমনই এক ম্যাচে সোমবার জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। হারিয়েছে শ্রীলঙ্কাকে।
তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান তুলে নেয় ৬৭ রানের জয়। বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের প্রথম ওয়ানডে।
এক দশক পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দেখা মিলল ওয়ানডে ম্যাচের। যেখানে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৩০৫ রান। জবাবে নেমে ৪৬.৫ ওভারে ২৩৮ রানে অলআউট শ্রীলঙ্কা। শেহান জয়াসুরিয়া ও দাসুন শানাকার রেকর্ড গড়া জুটি ভেঙে হাসিমুভ সরফরাজ আহমেদের।
সোমবার জিতে ব্যাট করতে নেমে ফখর জামান ও ইমাম-উল-হক দারুণ সূচনা এনে দেন। ৩১ রান করে ইমান ফিরতেই ভাঙে ৭৩ রানের জুটি। ৬৫ বলে ৫৪ রান করে সাজঘরের পথ ধরেন ফখর। বাবর আজম ও হারিস সোহেল তৃতীয় উইকেটে গড়েন ১১৫ রানের জুটি।
বাবর ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি তুলে নেন। ১০৫ বলে চার ছক্কা ও আট চারে ১১৫ রান করে আউট তিনি। ২০ বলে ৩২ রান করেন ইফতেখার আহমেদ।
এরপর জবাবে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে দেশটির সেরা জুটি পায় তারা। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চামারা কাপুগেদারা ও চামারা সিলভা যোগ তুলেন ১৫৯ রান। সেই রেকর্ড পেছনে ফেলে ১৭৭ রান করেন জয়াসুরিয়া-শানাকা জুটি।
ম্যাচে দুইবার ফ্লাড লাইট বিভ্রাটে দেখা যায়। এরমধ্যে জয়াসুরিয়া করেন ৯৬ রান। শানাকা করেন ৬৮। ৫১ রানে ৫ উইকেট নেন উসমান।
বুধবার করাচিতেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে পাকিস্তান-শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ৩০৫/৭ (ফখর ৫৪, ইমাম ৩১, বাবর ১১৫, হারিস ৪০, সরফরাজ ৮, ইফতেখার ৩২*, ইমাদ ১২, ওয়াহাব ২; জয়াসুরিয়া ১০-১-৪৮-০, প্রদিপ ৯-০-৫৯-০, উদানা ৯-০-৬০-১, কুমারা ১০-০৫৯-১, গুনাথিলাকা ২-০-৮-০, হাসারাঙ্গা ১০-০-৬৩-২)
শ্রীলঙ্কা: ৪৬.৫ ওভারে ২৩৮ (গুনাথিলাকা ১৪, সামারাবিক্রমা ৬, আভিশকা ০, ওশাদা ১, থিরিমান্নে ০, জয়াসুরিয়া ৯৬, শানাকা ৬৮, হাসারাঙ্গা ৩০, উদানা ১, কুমারা ১, প্রদিপ ০*; আমির ৭-১-২১-১, উসমান ১০-১-৫১-৫, ইমাদ ৭-১-৩৮-১, ওয়াহাব ৯-০-২৭-১, শাদাব ৯.৫-০-৭৬-২, ইফতেখার ৪-১-৯-০)
ফল: পাকিস্তান ৬৭ রানে জয়ী
ম্যাচসেরা: উসমান শিনওয়ারি
Discussion about this post