বিস্ময়কর। ঠিক তাই। বিরল এক অর্জন। বিরল এক ঘটনার সাক্ষী ফের বিশ্ব ক্রিকেট। জিম লেকার, অনিল কুম্বলে এবার এজাজ প্যাটেল। দেড়শ বছরের পুরনো টেস্ট ক্রিকেটে দশে দশ। ইনিংসের ১০ উইকেটের অভিজাত কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের এজাজ। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’ মানে ইনিংসের সব উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন এই কিউই বাঁহাতি স্পিনার।
শনিবার ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এজাজ মাইলফলকের দেখা পেয়ে যান। ৪৭.৫ ওভার বোলিংয়ে ১১৯ রানে শিকার করলেন ১০ উইকেট।
১৪৪ বছরের টেস্ট ইতিহাসের তৃতীয় সেরা বোলিং এর নজির গড়েন প্যাটেল। ১৯৫৬ সালে ইংলিশ অফ স্পিনার জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। দীর্ঘ বিরতি পর ১৯৯৯ সালে কুম্বলে ১০ উইকেট নেন। দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট তুলেন ভারতীয় লেগ স্পিনার।
প্যাটেলের জন্মস্থান মু্ম্বাইতেই। এখন অবশ্য সেই জন্মস্থান ভারতের বিপক্ষে বল হাতে দেখালেন চমক প্যাটেল। ভারতের প্রথম ছয়টি উইকেট নিয়ে এজাজ স্পর্শ করেন রিচার্ড হ্যাডলিকে। ৩৩ বছর আগে ১৯৮৮ সালে হ্যাডলি প্রথম ইনিংসে ভারতের প্রথম ৬টি উইকেট নেন। সব মিলিয়ে চারটি স্পেলে ১০টি উইকেট নেন এজাজ। শুক্রবার সকালে প্রথম স্পেলে নিয়েছিলেন ৪ উইকেট।
এরপর শনিবার পা রাখলেন ইতিহাসে। দশে দশ। ভারতের ইনিংসের দশ উইকেট একাই নিলেন এই স্পিনার।
Discussion about this post