জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে দু’জনেরই। তারপরও লড়ে যাচ্ছেন তারা। কিন্তু ফেরার পথটা যে মিশন ইমপসিবল হয়ে যাচ্ছে। সোমবার হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই ড্রাফট থেকে দল পাননি তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।
বিপিএলঅষ্টম আসরের ড্রাফটে এদিন কোন ফ্রাঞ্চাইাজি আশরাফুল-নাসিরকে নিয়ে আগ্রহ দেখায় নি আগ্রহ। ড্রাফটে জাতীয় দলের সাবেক এই দুই ক্রিকেটার ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ১৮ লাখ টাকা। তারপরও তাদের দলে টানেনি কেউ।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়। আসন্ন এই আসরে ছয়টি দল অংশ নেবে। কিন্তু এই ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি আশরাফুল-নাসিরকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি।
বিপিএলের ড্রাফটে দল পাননি জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব। কোনো দল নেয়নি ২২ বছর বয়সী এই স্পিনারকে। ড্রাফটে বিপ্লব ছিলেন ‘সি’ ক্যাটেগরিতে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ছিল ২৫ লাখ টাকা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন আশরাফুল-নাসির। ডিপিএলে খারাপ করেননি তারা। আশরাফুল বেশ লড়েছেন। এবার অপরিচিত বিদেশি ক্রিকেটার দল পেলেও আশরাফুল-নাসির পেলেন না! আট রাউন্ডে ড্রাফটে কোনোবারই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজি।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমও দল পাননি। এবার বিপিএলে দল পেলেন না পেস বোলিং অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন। এমন কী টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহীও থাকছেন না চলতি বিপিএলে!
Discussion about this post