বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে। জয়ী এই দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন মঙ্গলবার মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। তিনি যা বললেন তার চুম্বক অংশ ক্রিকবিডি২৪ এর পাঠকদের জন্য তুলে ধরা হল-
পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা। টিমের মেজাজ কেমন?
নাসির: মেজাজ তো অবশ্যই ভালো। যেহেতু আমরা এক নম্বরে আছি। এখনও নিশ্চিত না আমরা কোয়ালিফাইং করছি কি করছি না। কারণ আর তিনটা ম্যাচ যেহেতু আছে। তিনটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ন আশা করছি তিনটা ম্যাচেই আমরা তিনটাই জিতে এক-দুইয়ে থাকবো, ইনশাআল্লাহ।
রাসেল ফিরেছে। ফরেন অনেক প্লেয়ার দলে। একাদশে গড়তে সমস্যা হয় কিনা?
নাসির: একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নাই। আমার কাজ হচ্ছে প্লেয়ার হিসেবে। টিমে খেলা আমার কাজ। টিম ম্যানেজম্যান্ট যেটা ভালো মনে করবে তারাই খেলবে।
শহীদের ইনজুরি, ইনজুরি কাটিয়ে আবার রাসেলের ফেরা ঘাটতিটা একটু হলেও পুষিয়ে দেবে?
নাসির: তা তো অবশ্যই। শহীদ আমাদের লোকাল প্লেয়ার, ভালো একটা ফর্ম ছিল ওর। ইনজুরির কারণে ও খেলতে পারছেনা। এদিক দিয়ে রাসেল আসছে। আমার মনে হয়না এদিক দিয়ে পুরোপুরি পূরন হবে ঘাটতিটা। তারপরও মোটামুটি ভালোই হবে। খেলার মতো ফিট আছে রাসেল।
ব্যাটিং-বোলিং নিয়ে সন্তুষ্ট?
নাসির: এখনও অনেক খেলা বাকি আছে। চেষ্টা করবো যেভাবে যাচ্ছে আল্লাহর রহমতে বাকিটা যেন সেভাবেই যায়।
টপঅর্ডারে ব্যাটিং…?
নাসির: এটা আসলে ম্যাচের উপর নির্ভর করে, টেস্টে একরকম, ওয়ানডেতে একরকম, টি-টুয়েন্টিতে একরকম। বিপিএলে আমার জন্য ভালো লাগছে তিন চারে ব্যাটিং করতে। টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছি।
Discussion about this post