ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই ছন্দের দেখা পাচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। শ্রীলঙ্কায় ব্যাটে-বলে সুপার ফ্লপ তামিম ইকবালরা। কিন্তু ঠিক একই সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় আরেকটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। প্রোটিয়া নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজও জিতেছে নিগার সুলতানার দল।
তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রিটোরিয়ায় রোববার টাইগ্রেসদের সামনে লক্ষ্য ছিল ১৭৭। ৩২ বল হাতে রেখেই দল পেয়ে যায় টানা দ্বিতীয় জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
ম্যাচ টস জিতে ভাল মুরু করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তাজমিন ব্রিটসকে বিদায় করে ফাহিমা ভাঙেন ৬৪ রানের জুটি। তারপর অবশ্য খেলার নিয়ন্ত্রণ নেয় টাইগ্রেসরা। ত্রিশা ছেট্টি ৫ চারে ৬৩ রান করেন। বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ৩২ রানে ৩ উইকেট নেন। খাদিজা তুল কুবরা ২ উইকেট নিতে খরচ করেন ৩৪ রান।
এরপর জবাবে নেমে মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার গড়েন ৭৫ রানের উদ্বোধনী জুটি। ৬ চারে ৩১ রান করেন মুর্শিদা। তারপর শতরানের জুটি গড়েন শারমিন ও অধিনায়ক নিগার সুলতানা। শারমিন ১০ চারে অপরাজিত থাকেন ৮৩ রানে। অধিনায়ক নিগার করেন ৭ চারে ৪৮।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল: ৫০ ওভারে ১৭৬/৭ (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ১৭, অ্যানি ৬, তামি ৮*, মালি ২*; আজমিন ০/১৫, রিতু ০/২৯, নাহিদা ১/২৭, ফাহিমা ৩/৩২, খাদিজা ৪২/৩৪, শায়লা ১/২৪, মুশতারি ০/১০)
বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৪৪.৪ ওভারে ১৭৯/১ (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*; তামি ০/১৯, মালি ০/৩৬, অ্যানি ০/১২, এমলাবা ০/৪০, ইভোদিয়া ০/৩৪, ডি ক্লার্ক ০/২২, তাজমিন ০/৭, নন্দুমিসো ০/৬)
ফল: ৯ উইকেটে জয়ী বাংলাদেশ নারী ইমার্জিং দল
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ নারী ইমার্জিং দল
ম্যাচসেরা: শারমিন আক্তার
Discussion about this post