ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হলো। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে টিকে গেলেন হাশিম আমলা। এই ব্যাটসম্যানকে রেখেই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ফর্মে না থাকলেও আছেন দলে। তার কারণেই বাদ পড়লেন রিজা হেনড্রিকস।
দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব আছেন ফাফ ডু প্লেসিস। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ওপেনার কুইন্টন ডি কক। ব্যাটসম্যানদের মধ্যে ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার আর হাশিম আমলা। পেসার হিসেবে আছেন কাগিসো রাবাদা, ডেল স্টেইন, আন্দিলে ফিকোয়াও, লুঙ্গি এনডিগি ও ডোয়াইন প্রিটোরিয়াস। দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার ইমরান তাহির।
৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী দিনই ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প২ জুন প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল
ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আরনিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির ও রাসি ফন ডার ডাসেন।
Discussion about this post