ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ খেলার পথে আরো একধাপ এগিয়ে গেলেন তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে উঠা এই পেসার ডাক পেলেন আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দলে। তার সঙ্গে দলে জায়গা পেলেন পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজাও।
সেই ২০১১ সালে ওয়ানডে দলে দেখা গেছে ফরহাদ রেজা। ২০১৪ সালের টি-টুয়েন্টিতে দেখা গেছে এই অলরাউন্ডারকে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সাফল্যই এগিয়ে দিয়েছে তাসকিন ও রেজাকে। এর আগে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাসকিন। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে সর্বনাশ! চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন অনেক দিন। এরপর ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঝড় তুলেন। সেই সাফল্যের পুরস্কারটাই মিলেছে এবার। ফরহাদ রেজা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ১৬ ম্যাচে নেন সর্বোচ্চ ৩৯ উইকেট। ব্যাট হাতে করেছেন ২০৭ রান।
অন্যদিকে বাংলাদেশ হেড কোচ স্টিভ রোডসের পছন্দে জাতীয় দলে ফিরলেন ফরহাদ রেজাও। আয়ারল্যান্ড সফরে ১৮ জন নয়, সবমিলিয়ে ২০ জন ক্রিকেটারের দল যাচ্ছে।
বিশ্বকাপ দলে থাকা চার পেস বোলার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও আবু জায়েদ রাহী, সবারই ইনজুরি সমস্যা রয়েছে। এ কারণেই ডাক মিলল দু’জনের।
৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে খেলবে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।
Discussion about this post