শেষ পর্যন্ত তীব্র শীতের কথা ভেবে ম্যাচ শুরুর সময়টা পাল্টে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এগিয়ে আনা হয়েছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের সময় সূচি। আগামী ১৫ জানুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে এই লড়াই। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। এই আয়োজনের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা ৩০ মিনিটে। কিন্তু শীতের তীব্রতার কারণে কুয়াশার বিষয়টি চিন্তা করে সময় সূচি পরিবর্তন করা হল। গতকাল জানা গেছে প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।
টুর্নামেন্টে অংশ নিতে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা আসছে ১৩ তারিখ। তাদের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি।
হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কৃত্রিম আলোয় প্রথম ম্যাচ শুরু ৬ জানুয়ারি। ম্যাচ শুরু দুপুর ১২টায়। ৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটিও শুরু হবে একই সময়।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৫ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ জানুয়ারি: শ্রীলঙ্কা জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি: ফাইনাল
# প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১২টায়
Discussion about this post