ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও লক্ষ্য পূরণ হল না। পারল না বাংলাদেশ। সিরিজ জয়ের সুযোগটা বৃহস্পতিবার হাতছাড়াই হল। নাটকীয়তা ছড়ানো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তীরে এসে তরী নোঙর করতে পারল না মাশরাফি বিন মতুর্জার দল।
৩ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
ম্যাচে এক পর্যায়ে জয়ের দ্বারপ্রান্ত ছিল টাইগাররা। ১৫ বলে ২০ রান দরকার। হাতে ৬ উইকেট। এরপর শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৪। ৬ উইকেট হাতে থাকা বাংলাদেশ সেই লক্ষ্যটাও পূরণ করতে পারল না। মাত্র তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল তারা।
বুধবার (ক্যারিবীয় সময়) গায়ানায় টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ২৭১ রান। কিন্তু বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২৬৮ রানে।
মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ আবারো দলকে পথ দেখাচ্ছিলেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মনে হচ্ছিল এদিনই বুঝি সিরিজের ট্রফি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু জয়ের দুয়ারে গিয়ে ভুল করেন মাহমুদউল্লাহ। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হন তিনি। তবে মুশফিক লড়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে ৭ বলে যখন দরকার ৮, তখনই সাব্বির রহমান ক্যাচ দিয়ে সর্বনাশ করেন।
আর শেষ ওভারের প্রথম বলে মুশফিক ফিরতেই চাপে পড়ে দল। ৬৭ বলে ৬৮ রানের ইনিংস খেললেও ফিনিশার হতে পারলেন না মুশি। তবে সুযোগ ছিল মোসাদ্দেক হোসেনের। কিন্তু জেসন হোল্ডারের পরের দুই বলে রান নিতে পারেন নি তিনি। চতুর্থ বলে হলো দুই রান, পঞ্চম বলে এক। শেষ বলে ৪ করলে টাই। তখন মাশরাফি নিতে পারলেন শুধু এক রান।
তবে উইন্ডিজকে বড় স্কোর এনে দেন হেটমায়ের। ৯৩ বলে করেন ১২৫ রান। ৭৯ রানে জীবন পান তিনি। অার শতরান করেন ৮৪ বলে। বাংলাদশের বিপক্ষে ক্যারিবিয়ানদের এটি দ্বিতীয় দ্রুততম শতক। তিনি ২১ বছর ২১১ দিন বয়সে সেঞ্চুরি করে গড়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যারিবিয়ানে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। ১৯৭৮ সালে ডেসমন্ড হেইন্স সেঞ্চুরি করেন ২২ বছর ৭ দিন বয়সে।
২৮ জুলাই সিরিজে নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে উইন্ডিজ-বাংলাদেশ। যারা জিতবে সিরিজ তাদেরই।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৩ ওভারে ২৭১/১০ (গেইল ২৯, লুইস ১২, হোপ ২৫, হেটমায়ার ১২৫, জেসন ১২, পাওয়েল ৪৪, জোসেফ ১*; মাশরাফি ১/৪৪, মিরাজ ১/৪০, মুস্তাফিজ ২/৪৪, সাকিব ২/৪৫, রুবেল ৩/৬১)।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৮/৬ (তামিম ৫৪, এনামুল ২৩, সাকিব ৫৪, মুশফিক ৬৮, মাহমুদউল্লাহ ৩৯, সাব্বির ১২, মোসাদ্দেক ৩*, মাশরাফি ১*; জোসেফ ১/৫৫, হোল্ডার ১/৬৬,নার্স ১/৩৪, পল ১/৪৩, বিশু ১/৩৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা: শিমরন হেটমায়ার
Discussion about this post