ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই পজিশন তার প্রিয়। এখানে খেলেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরে মাঠে অবশ্য চারে দেখা যায় তাকে। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে প্রায় পাঁচ মাস আগে সেই প্রিয় পজিশনে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফের সাকিব তিনে। বাঁহাতি ব্যাটসম্যানকে এই সুখবর দিয়ে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
শুক্রবার ভার্চুয়লি সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দেখুন, তার (সাকিব) প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে সাকিব বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। আমি চাইবো সবসময় সে এমন খেলুক। কিন্তু সবসময় এরকম হবে না। এরকম না খেলতে পারলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি অন্তত সেটা হবো না।’
বিশ্বকাপ চমকের পরই এক বছর ছিলেন নিষিদ্ধ। জুয়ারির প্রস্তাব গোপন করায় চলে যান মাঠের বাইরে। হারান নিয়মিত তিনে ব্যাটিংয়ের জায়গা। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনে চার নম্বর পজিশনে দেখা যায় সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন নম্বরে খেলা নাজমুল হোসেন শান্ত হন ব্যর্থ।
এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘দেখুন, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে (আসন্ন সিরিজে) তিন নম্বরে ব্যাটিং করবে। সেটা তার জন্য সেরা জায়গা। সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। তাই আমরা মনে করেছি আমাদের তাকে সুযোগটা দেওয়া উচিত।’
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করে ২ সেঞ্চুরি, ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান তুলেন সাকিব! সেই সাফল্য তার জন্য বড় সাহসের নাম।
Discussion about this post