প্রতিবারের মতো এবারও আইপিএল শুরুর আগে তাসকিন আহমেদকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বাংলাদেশি এই গতিতারকা যদিও কখনোই আইপিএলে খেলার সুযোগ পাননি, তবে এবার লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলতি আইপিএল আসরের জন্য ২৪.৭৫ কোটি রুপি খরচ করে শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছিল লখনৌ। এর সঙ্গে মিচেল মার্শের জন্য আলাদা করে খরচ করেছে ৩.৪০ কোটি রুপি। কিন্তু এখন দলের পেস আক্রমণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মায়াঙ্ক যাদব, আভেশ খান ও মহসিন খান—তিন পেসারই চোটে ভুগছেন। ফলে তাদের মাঠে ফেরার সময় এখনো নিশ্চিত নয়।
এই পরিস্থিতিতে লখনৌ দলের পরামর্শক শ্রীধরন শ্রীরাম সরাসরি তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, তবে চোট সমস্যা প্রকট হলে ব্যাকআপ পেসার হিসেবে তাসকিনকে দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে আইপিএলের নিয়ম তাসকিনের জন্য কিছুটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। কারণ, লখনৌর অন্তত এক পেসারকে পুরো মৌসুমের জন্য ছিটকে যেতে হবে, এবং সেটা হতে হবে ১২তম ম্যাচের আগেই। যদি দলটি দেশি পেসারদের মধ্য থেকে পরিবর্তন আনতে পারে, তাহলে বিদেশি বিকল্প হিসেবে তাসকিনকে দলে নেওয়ার সম্ভাবনা কমে যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে তাসকিনের এনওসি নিশ্চিত হতে হবে। বিসিবি যদি আসরের শেষ পর্যন্ত তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি না দেয়, তাহলে লখনৌ তাকে দলে ভেড়াতে পারবে না।
তাসকিন আহমেদকে নিয়ে আইপিএলের আগেও একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় তিনি কখনোই ফ্র্যাঞ্চাইজি লিগটির অংশ হতে পারেননি।
Discussion about this post