ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে একজন ব্যাটিং পরামর্শক খুঁজে পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দ্বায়িত্ব নিতে যাচ্ছেন জন লুইস। সব ঠিক থাকলে ৭ জানুয়ারি ঢাকায় আসবেন ইংল্যান্ডের সাবেক এ ক্রিকেটার। তখনই অফিসিয়ালি তার সঙ্গে চুক্তি করবে বিসিবি।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘দেখুন, লুইস কাল-পরশুর মধ্যে আসবে। সে এলে তার সাথে আমরা সামনাসামনি কথা বলব। এখন যে পরিস্থিতি, করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছে না। তাকে আমরা সামনে থেকে দেখব দুই-একটা সিরিজ। তারপর যদি ভালো হয়, তাহলে চেষ্টা করব তাকে রাখতে।’রা সামনে থেকে দেখব দুই-একটা সিরিজ। তারপর যদি ভালো হয়, তাহলে চেষ্টা করব তাকে রাখার।”
২০১৮ সালে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান নেইল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার তারকান সঙ্গে গত বছরের মাঝপথে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এই দায়িত্বে আর থাকবেন না বলে জানিয়ে দেন ম্যাকেঞ্জি। তারপরই নতুন ব্যাটিং পরামর্শ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। কিন্তু তিনি পারিবারিক কারণে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে পারবেন না বলে সাফ জানিয়েদেন।
জন লুইস আন্তর্জাতিক ক্রিকেটে তেমন পরিচিত না হলেও অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। ডারহাম ও সাসেক্সের হয়ে ২০৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরিতে ১০৮২১ রান করেছেন। কোচিং প্রোফাইলটা বেশ ভাল। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ডারহামের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হন। দলটির সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহের ডেপুটি হিসেবে কাজ করেন তিনি। গত বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেন লুইস।
এ অবস্থায় লুইস বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই ইংলিশ। এর অর্থ বছরের শুরুতেই ব্যাটিং কোচ পাচ্ছেন তামিম-মুশফিকরা।
Discussion about this post