ঘুরে দাঁড়ানো একটা দিন। এছাড়া বুঝি উপায়ও ছিল না। প্রথম ইনিংসেই যে শ্রীলঙ্কা তুলে ৩৯৭ রান। জবাবটা তো দেওয়া চাই। তৃতীয় দিনে এসে ঠিকই জবাব দিল বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে এখন দাপট মুমিনুল হকের দলের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
বাংলাদেশ একটি দারুণ দিন কাটিয়েছে। মঙ্গলবার তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ১ম ইনিংসে ৩ উইকেটে ৩১৮।
যদিও লঙ্কানদের ১ম ইনিংসের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে ৭৯ রানে। শতরান করেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করে অপরাজিত মুশফিকুর রহিম ও লিটন দাস। ১৩৪ বলে মুশফিক ৫৩ ও লিটন ১১৩ বলে ৫৪ রান করেন। ২১১ বলে ৯৮ রান তুলেছে এই জুটি।
তামিম ইকবাল রিটায়ার্ড হার্ট। তামিম ২১৭ বলে ১৩৩ রান করে অবসর নেন তিনি। এর আগে মঙ্গলবার ৭৬ রানে বাংলাদেশ দিন শুরু করে। মাহমুদুল হাসান জয় ফেরেন ৫৮ রানে। তামিমের সঙ্গে গড়েন শতরানের জুটি। ৫ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের জুটি পেল বাংলাদেশ।
রান উৎসবের এই দিনে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১ ও মুমিনুল ২ রান তুলে ফেরেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কাসুন রাজিথা। তিনি বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হয়ে নামে মাঠে।
তৃতীয় দিনে ৮৮ ওভার, ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে ২৪২ রান। সকালের সেশনে ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে তামিম ও জয় তুলেন ৮১ রান। এরপর জয়ের বিদায়ে ১৬২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
কিন্তু শেষ বিকেলে দারুণ লড়াই করেন লিটন ও মুশফিক। তারা ৩৫ ওভারে তুলেন ৯৮ রান। বাংলাদেশ পিছিয়ে আর ৯৭ রানে, হাতে উইকেট ৭টি।
হাফসেঞ্চুরি পথে মুশফিক পেছনে ফেলেন তামিমকে। তিনিই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রানসংখ্যা এখন ৪৯৮২। ১৩৩ রান নিয়ে আহত অবসর হওয়া তামিমের রান ৪৯৮১ রান। তামিমকে সরিয়ে মুশফিক বনে যান বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ টেস্ট রান ছোঁয়ার হাতছানি মুশির সামনে!
একইসঙ্গে ফিফটিতে সাকিবের পাশে মুশফিক। তিনি ১২৪ বলে ২টি চারে মাইলফলক স্পর্শ করেন। মুশফিকের এটি ২৬তম টেস্ট ফিফটি, বাংলাদেশের হয়ে যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ৩১টি ফিফটি করে শীর্ষে তামিম।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭/১০ (আগের দিন ২৫৮/৪) (ম্যাথুজ ১৯৯, চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭ ওভারে ৩১৮/৩ (জয় ৫৮, তামিম ১৩৩ রিটায়ার্ড হার্ট, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ৫৩*, লিটন ৫৪*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ১৬-২-৫৫-১, রমেশ ৩১-৮-৮৩-০, এম্বুলদেনিয়া ২৭-৬-৩৯-০, ধনঞ্জয়া ১৩-২-৩৯-০, রাজিথা ১১-৪-১৭-২)।
# চট্টগ্রাম টেস্ট তৃতীয় দিন শেষে
Discussion about this post