লম্বা ভ্রমণ শেষে ইংল্যান্ডে পৌঁছে খেলতে নেমে শুরুটা ভাল হল না তামিম ইকবালের।কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে শুরুটা হল হার দিয়ে। আর ব্যাক্তিগতভাবেও ব্যর্থ হলেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। তার দল টি-টুয়েন্টি ব্লাস্টে কেন্টের কাছে হারল। ৭ উইকেটে। ৭ বল খেলে ৭ রান করেন তামিম।
রোববার কেন্ট কাউন্টি ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নামে তামিমের দল এসেক্স। তারা ৮ উইকেট হারিয়ে করে ১৬৬ রান। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক কেন্ট।
তামিম প্রথম ম্যাচে শুরুতে সাবধানি ছিলেন। ৬ ওভারের মাথায় ছক্কা দিয়ের শুরু করেন তিনি। কিন্তু পরের বলে আবারো বড় শট খেলতে যেয়ে বোল্ড হয়ে যান। ৭ বলে ৭ রান তার ব্যাটে।
বরুন চোপড়া ৪৭, রবি বোপারা ৪৫ আর অধিনায়ক রায়ান টেন ডেসকাটের ৩৮ রান করলে লড়াকু সংগ্রহ গড়ে এসেক্স। ৩৭ রানে ৩ উইকেট পেয়েছেন কেন্টের জিমি নিশাম।
জবাব দিতে নেমে ড্যানিয়েল বেল-ড্রামন্ডের অপরাজিত ৯০ রান দলকে পাইয়ে দেয় অনায়াস জয়। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে তামিমের দল খেলবে সমারসেটের সঙ্গে।
Discussion about this post