দিনের প্রথম ম্যাচটিতে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। যেখানে শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী কিংসকে ৩ রানে হারিয়েছে খুলনা টাইটানস। কিন্তু বুধবারের দ্বিতীয় ম্যাচটা হল একেবারেই একপেশে। যেখানে একেবারে হেসে খেলে চিচাগং ভাইকিংসকে হারাল রংপুর রাইডার্স। এক ম্যাচ পরই হারের তিক্ত স্বাদ পেল তামিম ইকবালের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে ৯ উইকেটে হারল চিটাগং। আর জয়ে শুরু করল ‘ছক্কা’ নাঈমের রংপুর।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকী থাকতেই ১২৪ রানে অলআউট তারা। জবাব দিতে নেমে ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে হাসি মুখে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।
বিজয়ী দলের দুই ওপেনারই ম্যাচটা শেষ করে দেন। সৌম্য সরকার ফিরে যান ২৩ রানে। মোহাম্মদ শাহজাদ করেন ৫২ বলে ৮০ রান। মোহাম্মদ মিথুন ১২ রান।
দলটির হয়ে লড়লেন শুধুই শোয়েব মালিক। ৩২ বলে ৩০ রান করেন তিনি। এছাড়া এনামুল হক বিজয় ১৬ বলে ২২ রান করেন। দুই ওপেনার তামিম (১১), ডেভন স্মিথ (১০) এবং দুই মিডলঅর্ডার জহুরুল ইসলাম (৩) ও মোহাম্মদ নবী (৫) ব্যাট হাতে ব্যর্থ।
রংপুর রাইডার্সের দুটি করে উইকেট নেন সোহাগ গাজী, রুবেল হোসেন ও রিচার্ড গ্লেসন। একটি করে উইকেট নেন আফ্রিদি, ও আরাফাত সানি।
Discussion about this post