শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনকভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে দলের অনুশীলন ও সংবাদ সম্মেলনে।
সিরিজে টিকে থাকতে হলে শনিবারের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই মেহেদি মিরাজের দলের। ঠিক এই সময়ে অনুশীলনে অনুপস্থিত ছিলেন লিটন দাস, যিনি প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। উইকেটকিপার-ব্যাটারকে আজ শুক্রবার কলম্বোর প্রস্তুতিতে দেখা যায়নি। যদিও তার অনুপস্থিতির কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি টিম ম্যানেজমেন্ট, তবে প্রশ্ন উঠেছে তিনি কি একাদশ থেকে বাদ পড়ছেন?
লিটনের না থাকাটা যেমন প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি আশার আলো হয়ে ফিরেছেন রিশাদ হোসেন। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে না খেলা এই লেগ স্পিনার আজ অনুশীলনে পুরোপুরি অংশ নেন। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল। বিশেষ করে প্রতিপক্ষের বিপক্ষে বৈচিত্র্য আনতে তার রিস্ট স্পিন হতে পারে বড় অস্ত্র।
এদিকে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রথম ম্যাচের ব্যাটিং ধস নিয়ে মুখ খুলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। যিনি সেই ম্যাচে একমাত্র লড়াই করেছেন ব্যাট হাতে, করেছেন ৬১ বলে ৬২ রান।
তামিম বলেন, ‘আসলে অনেক ভালো শুরু হয়েছিল। ১৭ ওভার পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এরপর হঠাৎ একটা ধস নামল। একদমই আনএক্সপেক্টেড ছিল। দুর্ভাগ্যজনক বলবো। সাধারণত আমরা এরকম খেলা দেখি না।’
নিজের ইনিংস ও দলের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তামিম বলেন, ‘আমার চেষ্টা থাকে ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার। দলের জন্য অবদান রাখতে পারলেই ভালো লাগে। সামনের ম্যাচে আরও মনোযোগ দিয়ে খেলতে হবে। এই ম্যাচটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জয় ছাড়া পথ খোলা থাকবে না বাংলাদেশের সামনে।
Discussion about this post