শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন কোয়ারেন্টাইনে আছে রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে। ১৮ মে থেকে একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ ক্রিকেট দলও। তার আগে যে দুই দফা করোনা পরীক্ষার কথা তার এক ধাপ হয়ে গেল। রোববারের সেই টেস্টের ফলাফলও এসে গেছে।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সোমবার দেবাশিষ চৌধুরী জানালেন, ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও মোট ৩১ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়। আর সবাই করোনা নেগেটিভ।
সোমবার ফের টেস্ট করানো হবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভরা জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন।শেষ টেস্টে পজিটিভ হওয়া সবাই অনুশীলনে অংশ নিয়ে মঙ্গলবার চলে যাবেন সোনারগাঁও হোটেলে।
এরপরই ওয়ানডে সিরিজ শুরুর আগে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। যেখানে থাকতে পারেন ১৬ ক্রিকেটার। ২০ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
এদিকে গত ৬ মে আইপিএল মিনে থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভারত থেকে ফেরায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান চলছে তাদের। সাকিব-মুস্তাফিজ কোয়ারেন্টাইন মুক্ত হয়ে বিশ্রাম না নিয়ে সরাসরি যোগ দিবেন অনুশীলন ক্যাম্পে।
ভারতে গিয়ে ৭ দিনের কোয়ারেন্টান শেষে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব-মুস্তাফিজ। এরপর জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তারা। আইপিএল থেকে ফেরিয়ে বাইরে বের হতে পারেননি তারা। শহরের দুটি হোটেলে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।
১৯ মে শেষ হচ্ছে সাকিব-মুস্তাফিজের হোটেলবন্দি জীবন। তার আগেই জৈব সুরক্ষা বলয়ে চলে যাবে জাতীয় দল। তারাও যোগ দেবেন সেই দলের সঙ্গে। এরপর ২৩ মে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে, একই মাঠ মানে মিরপুরের শেরেবাংলায়।
Discussion about this post