ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের তৃপ্তি নিয়ে এবার ওয়ানডের লড়াই। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেই মিশনে ৯ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে রোববার ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। পুরো শক্তি নিয়েই ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। এরপর থেকেই মাঠের বাইরে এই ওপেনার। তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেছে বাংলাদেশ। এরপর মিস করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন তামিম। তার সঙ্গে ওপেনার হিসেবে ওয়ানডে দলে আছেন- সৌম্য সরকার, ইমরুল কায়েস ও লিটন দাস।
দলে নেই ফজলে মাহমুদ রাব্বী তবে আছেন আরিফুল হক। টেস্টে পেসারদের দুরে রাখলেও ওয়ানডেতে অধিনায়ক মাশরাফির পাশাপাশি আছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও আবু হায়দার রনি।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হবে ৯ ডিসেম্বর, মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ সেই মিরপুরেই ১১ ডিসেম্বর। সিরিজের তৃতীয় আর শেষ ওয়ানডে ১৪ ডিসেম্বর সিলেট জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক।
Discussion about this post