ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতীক্ষার প্রহর শেষ! শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওভালে রোববার টস ভাগ্য অবশ্য সঙ্গে থাকেনি বাংলাদেশের। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসিস।
তামিম ইকবালকে নিয়ে ছিল শঙ্কা। কিন্তু শঙ্কা কাটিয়ে দলে আছেন এই ওপেনার। বাংলাদেশের একাদশে নেই সাব্বির রহমান। তার জায়গায় একাদশে আছেন মোসাদ্দেক হোসেন। বোলিংয়ে সাইফুদ্দিনকে আছেন। বিশ্রামে আরেক পেসার রুবেল হোসেন।
বিশ্বকাপে এ পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রোটিয়ারা জিতেছে বাকি দুইবার। ওয়ানডে দুই দলের এখন অব্দি দেখা হয়েছে ২০ বার। বাংলাদেশের ৩টির বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭টি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post