তামিম ইকবালকে নিয়ে শঙ্কা কাটেনি। যদিও অনুশীলনে ঠিকই ছিলেন এই তারকা ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন মিরপুরের শেরেবাংলায় তাকে দেখা গেলো ইনডোরের নেট সেশনে। কোমরের ব্যথায় ভুগছেন তিনি। তবে এদিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শোনালেন আশার কথা।
বুধবার শুরু ঢাকা টেস্টে ঠিকই দেখা যেতে পারে তামিমকে। হাথুরু বলেন, ‘দেখুন, আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। ফের অনুশীলন করবে ও এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’
তামিম এদিন নেটে ত্রিশ মিনিটের মতো ব্যাট করেন। তখন বেশ সাবলীলই ছিলেন তিনি। তারপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক্যাচ প্র্যাকটিস করেন।
যদিও গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তাকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের সময় ব্যথায় কাবু হতে দেখা যাচ্ছিল তাকে। অবশ্য আগের দিনের তুলনায় অনুশীলনে এবার কিছুটা স্বস্তি দেখা গেছে। এক্ষেত্রে তামিম না খেললে একমাত্র টেস্টে মিরপুরে ওপেনিংয়ে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে।
গত এপ্রিলে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেন তামিম। এর আগে ডিসেম্বরে কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দেখা যায়নি তাকে!
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
Discussion about this post