দেশের ক্রিকেটে এখনো আলোচনার কেন্দ্রতে আছেন তামিম ইকবাল। যিনি চোটের কারণে দলের বাইরে। ছেড়েছেন নেতৃত্বও। এ জন্যই এশিয়া কাপে তামিম নেই। বিশ্বকাপে ফিরতে পারবেন কীনা সেটিও নিশ্চিত নয়। তামিমের মতো একজন অভিজ্ঞকে এশিয়া কাপেই মিস করবেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব।
অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটাররা সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ। শনিবার মিরপুরের শেরেবাঙলায় সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, যেকোনও অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা যখন থাকে। ওগুলো শেয়ার করলে যারা নতুন এসেছে, তাদের জন্য সব কিছু সহজ হয়ে যায়।’
রোববার এশিয়া কাপ মিশনে দেশ ছাড়বে বাংলাদেশ দলর। এবার লড়াই জমবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে আসলেন সাকিব। অধিনায়ক শনিবার বলছিলেন, ‘এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। ওখানে সাধারণত আগের রেকর্ড অনুসারে ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি ও তাড়াতাড়ি রান করা। ’
দুই সপ্তাহের মতো প্রস্তুতি নিয়ে এশিয়া কাপ মিশনে যাচ্ছে টাইগাররা। যদিও ক্যাপ্টেন সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় মাত্র এক দিন অনুশীলন করলেন দলের সঙ্গে। তারপরও বলছিলেন, ‘দেখুন, কোচ যেটা বললো খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতটুকু জেনেছি খুব ভালো প্রস্তুতি হয়েছে। দুর্ভাগ্য যে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওই জায়গা থেকে বিষয়টা ধাক্কার। তারপরও বলবো যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে, অনেক দূর যেতে পারবো আমরা।’
বাংলাদেশ দল এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে। শিরোপা জেতা হয়নি। এবার সাকিবের নেতৃত্বে কিছু করে দেখানোর পালা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ৩১ আগস্ট বাংলাদেশের পরীক্ষা শুরু।
Discussion about this post