টেস্টের অভিজাত অঙ্গনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বধের অন্যতম নায়ক তিনি। ব্যাট হাতে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। সেই তারকা ক্রিকেটারটি ম্যাচ জয়ের একদিন পর শুনলেন দুঃসংবাদ! ক্যারিয়ারের ৫০তম এই টেস্টে মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
বৃহস্পতিবার জানা যায়, আইসিসির নীতিমালার লেভেল-১ এর ২.১.১ এর নিয়ম ভঙ্গ করা হয় জরিমানা করা হয় তামিমকে। জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তামিমের। ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের গ্লাভস পরিবর্তনের সময় আম্পায়ারের সঙ্গে বিতর্ক শুরু করেন তিনি। ম্যাচ শেষে দুই আম্পায়ার বিষয়টি ম্যাচ রেফারির কানে দেন। তামিম ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেয়াতে কোন শুনানির প্রয়োজন হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একই অভিযোগে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছিল তামিমের নামের পাশে। দুটি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার। বলা দরকার আর দুই ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচ নিষিদ্ধ হবে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
এদিকে চট্টগ্রাম টেস্ট খেলতে শুক্রবার ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। তামিমের শহরে ৪ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের ১ম টেস্টে ২০ রানে জিতে এগিয়ে গেছে টাইগাররা।
Discussion about this post