ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে দুঃস্বপ্নের মতো শুরু হল বাংলাদেশের। অথচ বোলাররা জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন। তাদের দাপুটে বোলিংয়ের সামনে শুরুতেই কোনঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ। দুঃখজনক হলেও সত্য একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের রানের দেখা পেলেন না!
তাই বলে মাত্র ৪৬ রানে অলআউট? গায়ানায় এমন ব্যর্থতার গল্পই লিখিয়েছেন সালমা খাতুনরা। শনিবার সকালে আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানে হারল বাংলাদেশ।
এ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১০৬ রান। জবাব দিতে নেমে সালমা খাতুনরা অলআউট মাত্র ৪৬ রানে। টি-টুয়েন্টি বিশ্বকাপের ছয় আসরে এবারই প্রথমবার পঞ্চাশের নিচে অলআউট কোন দল। সর্বনিম্ন দলীয় রানের আগের রেকর্ডও ছিল টাইগ্রেসদের। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সিলেটে দল অলআউট হয়েছিল ৫৮ রানে।
অথচ জাহানারা আলম, রুমানা আহমেদরা স্বপ্ন দেখিয়েছিলেন। ১০৬ রানে আটকে রাখে প্রতিপক্ষকে।কার্সিয়া নাইট করেন ৩২ রান। জাহানারা ৩ উইকেট নেন ২৩ রানে। রুমানা ১৬ রানে তুলেছেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সালমা ও খাদিজাতুল কুবরা।
এরপর ব্যাট করতে নেমে দল ডিয়েন্ড্রা ডটিনের বোলিং তোপে পড়ে দিশেহারা হয়ে যায়। ক্যারিবিয়ান এই বোলার তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ৫ রানে ৫ উইকেট। টি-টুয়েন্টি বিশ্বকাপে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। টাইগ্রেসদের কেউই দুই অঙ্কে যেতে পারলেন না। দলীয় সর্বোচ্চ ৮ রান করেন ফারজানা আলম।
বিশ্বকাপে পরের ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১০৬/৮ (ম্যাথিউস ৬, ডটিন ৮, টেইলর ২৯, ক্যাম্পবেল ১, ম্যাকলিন ১১, কুপার ৮, নাইট ৩২, আনিসা ৪; জাহানারা ৩/২৩, সালমা ১/২১, কুবরা ১/১৯, রুমানা ২/১৬)।
বাংলাদেশ: ১৪.৪ ওভারে ৪৬/১০ (শামিমা ৫, আয়েশা ৬, জাহানারা ৩, ফারজানা ৮, নিগার ৩, রুমানা ২, সানজিদা ৪, লতা ০, ফাহিমা ৩*, সালমা ৫, কুবরা ১; সেলমান ২/১২, টেইলর ১/১০, ডটিন ৫/৫, ফ্লেচার ১/১২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: ডিয়েন্ড্রা ডটিন
Discussion about this post