ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই দেখা গেল উত্তেজনা ছড়ানো এক লড়াই। জিততে শেষ ৩ বলে চাই ৯ রান। কিন্তু এখানে ব্যর্থ ব্রাদার্স ইউনিয়ন। তাইবুর রহমানের সেঞ্চুরির আর রেজাউর রহমানের বোলিংয়ের জয় নিয়ে মাঠ ছাড়ল প্রাইম দোলেশ্বর।
রোববার উদ্বোধনী দিনে ৮ রানে জয় তুলে নেয় মার্শাল আইয়ুবের দল। ২৩৮ রানের জবাবে খেলতে নেমে দুই বল বাকি থাকতেই ২৩০ রানে অলআউট ব্রাদার্স।
ম্যাচে ৯৪ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ১১০ রানে অপরাজিত ছিলেন তাইবুর। সেঞ্চুরি পেতে যাচ্ছিলেন প্রতিপক্ষের জুনায়েদ সিদ্দিক। কিন্তু ৩ রানের জন্য হতাশ হতে হয় তাকে। ১২৫ বলে খেলে করেন ৯৭ রান। রেজাউর ৩৬ রানে নেন ৪ উইকেট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে দোলেশ্বরের। কিন্তু ২৯ বলে চার রান আউট সাইফ হাসান। ফজলে মাহমুদ, ইমরানউজ্জামান ও অধিনায়ক মার্শাল ব্যর্থ। এনামুল হক জুনিয়র একটি করে ছক্কা ও চারে ১৭ বলে ২৩ রান। তাইবুর লড়লেন একা। ক্যারিয়ারের দ্বিতীয় লিস্ট এ শতক তুলে নেন তিনি।
এরপর ৩৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ব্রাদার্সকে পথ দেখান জুনায়েদ ও তুষার ইমরান। গড়েন ৯২ রানের জুটি। ৬৩ বলে খেলা তুষারের ৫১ রান। ৫ উইকেটে ১৯৪ রান, তারপরও শেষটা ভাল হলো না। ৫ উইকেট হাতে নিয়েও ৪৫ রান করতে পারলো না গোপীবাগের দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বের: ৫০ ওভারে ২৩৮/৭ (সাইফ ৪, ইমরান ৩৪, মাহমুদ ৬, মার্শাল ২৬, তাইবুর ১১০*, শরিফউল্লাহ ১৩, শামীম ৪, এনামুল জুনিয়র ২৩, রাব্বি ২*; বাবু ৯-১-৩৫-১, রাহাতুল ৯-০-৩৭-১, নাঈম জুনিয়র ৭-০-২৩-০, সাকলাইন ৭-১-২৭-২, শাহজাদা ৮-০-৬১-০, মাইশুকুর ৫-০-১৯-১, কাইয়ুম, ৫-০-৩২-১)
ব্রাদার্স ইউনিয়ন: ৪৯.৪ ওভারে ২৩০ (মিজানুর ১৭, জুনায়েদ ৯৭, মাইশুকুর ৩, তুষার ৫১, কাইয়ুম ০, জাহিদ ৪, রাহাতুল ৩১, শাহজাদা ১৩, বাবু ২, নাঈম জুনিয়র ১, সাকলাইন ০*; রাব্বি ৮-০-৫৫-১, শামীম ১০-০-৩৫-১, রেজাউর ৯.৪-০-৩৬-৪, শরিফউল্লাহ ১০-০-৪৭-২, রায়হান ৫-০-২৭-০, এনামুল জুনিয়র ৩-০-১২-০, সাইফ ৪-০-১৫-১)
ফল: প্রাইম দোলেশ্বর ৮ রানে জয়ী
ম্যাচসেরা: তাইবুর রহমান
Discussion about this post