বিপাকেই পড়ে গেলেন আকবর আলি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। রংপুর বিভাগের অধিনায়ক আকবর। লিগের ষষ্ঠ এবং সপ্তম তথা শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছে না তার।
পঞ্চম রাউন্ডের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে রংপুরের ম্যাচে ঘটেছিল এই ঘটনা। যেখানে দুইবার আচরণবিধি ভাঙেন আকবর আলি।
প্রথমে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রংপুর অধিনায়ব। পরে ব্যাটিংয়ের সময়ও আউট দেওয়া নিয়ে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ব্যাট ছুঁড়ে মানে তিনি। ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ।
তাদের ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করা হয়েছে। শৃঙ্খলাবিধির লেভেল-২ ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন আকবর। এবারের আসরে তাকে আর দেখা যাবে না।
Discussion about this post