মাঠের মতো এবার ব্যাক্তিগত জীবনেও ঝড় উঠল আরাফাত সানির। এই ঝড় তাকে কোথায় নিয়ে যায় কে জানে? আপাতত খবর হল-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা মামলায় রোববার সকালে গ্রেফতার হয়েছেন এই ক্রিকেটার। জানা গেছে গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন নামের সে তরুণী। এরপর ভোরে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক তরুণীর আপত্তিকর কিছু ছবি সানির মোবাইল থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে-এই অভিযোগের প্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
জানা গেছে পারিবারিক বিষয় নিয়েই ঘটনার শুরু। যে মামলা করেছেন, তিনি নাকি আরাফাত সানির প্রথম স্ত্রী। যার সঙ্গে ওর এখন সম্পর্ক নেই। সাবেক স্ত্রীর কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করাতেই এই মামলা।
মামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে তারা। এখানে সানি দোষী হলে আইনের ওপর বিষয়টা ছেড়ে দেবেন। চক্রান্তের শিকার হলে তার হয়ে লড়বে বিসিবি।
জাতীয় দলের হয়ে ১৬ ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আরাফাত সানি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি।
অবশ্য সানি একা নন, সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আরো দুই ক্রিকেটার।২০১৫ বিশ্বকাপের আগে রুবেল হোসেন ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার হন। জেলেও যেতে হয় এই পেসারকে। পরে জামিনে মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যান তিনি। বল হাতে ঝড় তোলার পর অভিযোগকারী তরুণী প্রত্যাহার করে নেন।
আবার শাহাদাত হোসেন শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছিলেন। কয়েক মাস জেলে থাকতে হয় এই পেসার ও তার স্ত্রীকে। মামলা থেকে মুক্তি পেয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি।
Discussion about this post