আসছে মাসে ফের ব্যস্ত হয়ে উঠবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শেষ হতেই ঘোষণা আসল আরেক আয়োজনের। এবার শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল )। ১৫ মার্চ থেকে শুরু হবে মাঠের লড়াই।
রোজার ঈদের আগ পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু সুপার লিগ পর্ব শুরু হবে। ঢাকা লিগে এবার বেশির ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকেও।
গত ডিপিএল করোনার কারণে হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার হবে আগের মতো ওয়ানডে ফরম্যাটে হবে।
আগের বারের মতো রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সব দলগুলো একটি করে ম্যাচ খেলবে একে অন্যের সঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে ছয় দল খেলবে পরের রাউন্ড সুপার লিগে। ওই পর্বেও একে অপরের সঙ্গে একটি করে ম্যাচে লড়বে। সব শেষে টেবিলের শীর্ষ দলই হবে লিগের চ্যাম্পিয়ন।
সব ঠিক থাকলে ডিপিএল ক্রিকেটারদের দলবদল হবে ২ ও ৩ মার্চ। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে হবে দল বদল। বিদেশি ক্রিকেটার রেজিষ্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রতি ম্যাচের একাদশে খেলতে পারবেন একজন বিদেশি ক্রিকেটার। ১৪ মার্চ করা হবে ট্রফি উন্মোচন।
রোজার মধ্যে প্রতিটি ম্যচেই সকাল সাড়ে নয়টায় শুরুর কথা ভাবছে আয়োজক সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী এই তথ্য দিয়েছেন।
Discussion about this post