ক্রিকবিডিবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই শুধু সময়েরই নয়, বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের অন্যতম তিনি। মাঠে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সদ্য শেষ বিশ্বকাপ ক্রিকেটে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন তিনি। করেছেন ৬০৬ রান। নিয়েছেন ১১ উইকেট। সেই বিশ্বসেরা অলরাউন্ডার এবার ঢাকা ডায়নামাইটস ছাড়লেন। গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। রংপুর রাইডার্সে ফিরে গেলেন তিনি।
আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুরের জার্সিতে মাঠ মাতাবেন এ অলরাউন্ডার। বুধবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ বাঁহাতি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন সাকিব।
২০১৫ সালে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। নেতৃত্বও দেন তিনি। যদিও উত্তরবঙ্গের দলটিকে শিরোপা এনে দিতে হয়েছিলেন ব্যর্থ। তাই ছেড়ে ছিলেন দল। মূলত এরপর থেকেই এ তারকা অলরাউন্ডার ঢাকা ডায়নামাইটসের জার্সিতেই খেলছিলেন। সেখানে এ বাঁহাতি জিতেছেন শিরোপাও। গত মৌসুমেও ঢাকার অধিনায়ক ছিলেন। কিন্তু দলটির আশা পূরণে তিনি হন ব্যর্থ। তাই এবারের বিপিএলের আগেই তাকে ছেড়ে দিয়েছে ঢাকা।
সেই ২০১৩ সালে বিপিএলে সাকিবের পথ চলা শুরু হয়েছিল খুলনা রয়েল বেঙ্গলের (বর্তমানে খুলনা টাইটানস) হয়ে। পরের মৌসুমে এ বাঁহাতি নাম লেখান ঢাকা গ্ল্যাডিয়েটসে (বর্তমানে ঢাকা ডায়নামাইটস)। কিন্তু সেখানে ঠিক নিজেকে মেলে ধরতে না পারায় এ বাঁহাতি ২০১৫ সালে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। এখন পর্যন্ত সব মিলিয়ে এ তারকা ২৯৮ টি ম্যাচে ২০.৯৮ গড়ে ৮৭৬৩ রান করেছেন। এদিকে বল হাতে তিনি পকেটে পুরেছেন ৩৪৬টি উইকেট। তার সেরা সাফল্য ৬ রানে ৬ উইকেট।
চলতি বছরের ৬ ডিসেম্বর ফের মাঠে গড়াবে বিপিএল।
Discussion about this post