সকাল থেকেই আকাশ ছিল অন্ধকার। মধ্য আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতেই তার প্রভাব থাকল বাংলাদেশেও। সকাল থেকেই দেশের নানা প্রান্তে ছিল হালকা বৃষ্টি। আকাশে সূর্যের দেখা ছিল না। এই আবহাওয়ার প্রভাব পড়ল বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচে। শনিবার আলোকস্বল্পতায় চা-বিরতির আর খেলাই সম্ভব হয়নি।
মিরপুরের শেরেবাংলায় ঢাকা টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে নষ্ট হয়েছে এক সেশনের বেশি সময়। এ অবস্থায় হতাশা সঙ্গী হয়েছে দুই দলেরই। ৩২ ওভারে ৯১ রানের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দলকে এগিয়ে নিচ্ছেন বাবর আজম ও আজহার আলি।
৩৯ রানে জীবন পেয়ে বাবর নটআউট ৬০ রানে। আজহার ৩৬। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হয়েছে মিরপুরে। সাইফ হাসান টাইফয়েডের জন্য ছিটকে যেতেই সুযোগ মিলল জয়ের। শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ক্যাপ বুঝে পেলেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়ে ঢাকায় ইনিংস উদ্বোধন করবেন জয়। বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো জয়ের।
জয়ের অভিষেকের ম্যাচে সকাল বেলাতেই শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে উঠেছে। মিরপুর টেস্টের একাদশে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেছেন পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। চট্টগ্রাম টেস্ট জেতা দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।
প্রথমে বল করতে নেমে সফল সেই স্পিনার তাইজুল ইসলাম। দুটি উইকেট নিয়েছেন তিনি। তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নেমে উইকেট না পেলেও সাকিব আল হাসান ভাল বল করেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৬*, বাবর ৬০*; ইবাদত ৯-১-২৮-০, খালেদ ৪-১-১৯-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)
#ঢাকা টেস্ট, প্রথম দিন শেষে
Discussion about this post