ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষেই ড্রাইভিং সিটে বাংলাদেশ। ২৩৬ রানে এগিয়ে থেকে খেলতে নেমে বৃহস্পতিবার ২য় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করল বাংলাদেশ। টাইগারদের লিড ৩৭০ রান। সমান ৬৪ বল খেলে নাজমুল হোসেন শান্ত-জাকির হোসেন অপরাজিত আছেন সমান ৫৪ রানে। এর আগে জয় আউট হন ১৭ রানে। দুজনের জুটি থেকে এসেছে ১২৮ বলে ১১৬ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর আরেকটি হাতছানি দিচ্ছে শান্তকে।
শেষ সেশনে জাকির ও শান্তর ব্যাটিং দেখে মনে হয়েছে রান তোলা সহজ। কিন্তু এই দুজনের জুটির আগে ৪৮ ওভারে উইকেট পড়েছে ১৬টি। সত্যিই বিস্ময়কর মিরপুরের উইকেট। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিডকে দ্বিতীয় ইনিংসে আরও বাড়িয়ে নিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে ৩৭০ রানে। উইকেট হাতে ৯টি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে। ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দিন শেষ করে ১ উইকেটে ১৩৪ রানে। যদিও এর আগে দিনের শুরুতে শেষ ৫ উইকেট হারায় তারা মাত্র ৯ রানে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করা দল এদিন ৪৫ মিনিট খেলে যোগ করতে পারে২০ রান। প্রথম আফগান পেসার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেন নিজাত মাসুদ।
এরপর বল হাতে দারুণ দাপট দেখায় বাংলাদেশ। প্রতিপক্ষ ৩০ রানের মধ্যে হারায় শেষ ৬ উইকেট। ৪ উইকেট নেন ইবাদত হোসেন।
সব মিলিয়ে ঢাকা টেস্টে চালকের আসনে এখন লিটন দাসের বাংলাদেশ। মিরপুলে অতি নাটকীয় কিছু না হলে ৪ বছর আগের হারের প্রতিশোধ বড় প্রাপ্তিতেই নিতে যাচ্ছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)।
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদি ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাই ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, ইবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ১৩৪/১ (জয় ১৭, জাকির ৫৪, শান্ত ৫৪; আহমাদজাই ৫-০-৩৪-০, মাসুদ ৩.৫-০-৩০-০, হামজা ৬.১-০-২৭-১, জানাত ৪-০-২৪-০, জাহির ৪-০-১৯-০)।
Discussion about this post