বিশ্ব ক্রিকেটের তিন সেরা দল ভারত, শ্রীলঙ্কা আর পাকিস্তান এখন ঢাকায়। সঙ্গে আছে আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশ তো রয়েছেই! সোমবার ট্রফিতে হাত রেখে ক্যামেরার সামনে দাড়ালেন ৫ অধিনায়ক। সবখানেই একটা উৎসব আমেজ! ঢাকা এখন ক্রিকেট নগরী।
উৎসবের রেশ নিয়েই মঙ্গলবার এই দলগুলোকে নিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ফতুল্লায় তুল্লায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ মাঠে নামছে একদিন পরই। প্রতিপক্ষ ভারত।
রাউন্ড রবিন লিগের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দেশ ৮ মার্চ ৫০ ওভারের ক্রিকেটে এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে নামবে।
প্রথমবারের মতো এবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান। অভিজ্ঞতা অর্জনের জন্যই মাঠে নামবে যুদ্ধ বিধ্বস্ত এই দেশ। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি যেমনটা বলছিলেন-‘সবার বিপক্ষেই শতভাগ ঢেলে দিতে চাই। অবশ্য এটাও জানি আমাদের জন্য এই টুর্নামেন্ট কঠিন এক পরীক্ষা। আশা করছি ভাল অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারবো।’
এশিয়া কাপে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি, ফতুল্লায় প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশ গতবারের রানার্সআপ। এবারো লড়াইয়ে থাকছেন মুশফিকুর রহীমরা। তবে প্রথম দুই ম্যাচে দল পাচ্ছে না সাকিব আল হাসানকে। ইনজুরিতে দলের বাইরে তামিম ইকবাল। তবে স্বাগতিক বলেই হয়তো বাংলাদেশকে ভয়ংকর প্রতিপক্ষ ভাবছেন বিরাট কোহলিসহ অন্যরা।
মাঠের লড়াইয়ে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত।
এশিয়া কাপের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ ফেব্র“: পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা
২৬ ফেব্র“: বাংলাদেশ-ভারত ফতুল্লা
২৭ ফেব্র“: আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা
২৮ ফেব্র“: ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা
১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা
২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর
৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর
৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
৮ মার্চ ফাইনাল মিরপুর
Discussion about this post