ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিশন ইমপসিবলই ছিল লড়াইটা। কারণ জিততে বৃহস্পতিবার শেষ দিকে চট্টগ্রামের দরকার ছিল ৩৪৭ রান। অথবা ৭ উইকেট নিয়ে খেলতে হবে দিনের পুরোটা।কিন্তু কোনটাই পারেনি চট্টগ্রাম। নাজমুল ইসলাম অপু আর শাহাদাত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা।
দ্বিতীয় ইনিংসে ২৬৭ রানে অলআউট চট্টগ্রাম। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ২১৪ রানে জিতেছে ঢাকা বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭৫ রানে ৫ উইকেট নেন নাজমুল। দুই ইনিংস মিলিয়ে ১০৮ রানে ৮ উইকেট নিয়েছেন শাহাদাত। তবে ম্যাচসেরা ২২৮ রান করা রনি তালুকদার।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ২৩৮/১০ ও ঢাকা ২য় ইনিংস: ৩৮৫/১ ডিক্লে. (মজিদ ১৩২, রনি ২২৮*, সাইফ ১৩*; নাঈম ০/৯৯, হাসান ০/৭১, সাইফ ০/৪৬, ইরফান ০/৮০, জুবায়ের ১/৬৮)
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪২/১০ ও চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) (তৃতীয় দিন শেষে ১৩৫/৩) ৮৫.১ ওভারে ২৬৭ (সাদিকুর ২৪, শুক্কুর ২, মুমিনুল ৬২, তাসামুল ৩৮, সাঈদ ১৬, মাহিদুল ৪৭, সাইফ ৬০, হাসান ৫, মাহমুদ ৩, ইরফান ০, জুবায়ের ২*; শাহাদাত ৪/৪৬, নাজমুল ৫/৭৫, শুভাগত ১/৪৪)
ফল: ঢাকা ২১৪ রানের জয়ী
ম্যাচসেরা: রনি তালুকদার
##########
এদিকে জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে সিলেটকে উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রো। আসিফ হাসান আর আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে অনায়াস জয়ে মাঠ ছাড়ে দলটি। বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের ম্যাচ ইনিংস ও ৪১ রানে জিতেছে ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয় সিলেট। অলক কাপালি কিংবা রাজিন সালেহ কেউ পথ দেখাতে পারেন নি। ৪৪ রানে ৫ উইকেট নেন আসিফ। সানি ৬৩ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪২৬/১০
সিলেট ১ম ইনিংস: ২১৫/১০ ও সিলেট ২য় ইনিংস: ৭২.৪ ওভারে ১৭০ (ইমতিয়াজ ৮, সায়েম ২, শানাজ ৩, জাকির ৭২, রাজিন ৬০, কাপালী ১৬, শাহানুর ৪, এনামুল জুনিয়র ২, আবু জায়েদ ০, এবাদত ০, খালেদ ০*; শহিদুল ২/২২, আশরাফুল ০/২৩, সানি ৩/৬৩, আসিফ ৫/৪৪, অনিক ০/১৪)
ফল: ইনিংস ও ৪১ রানে জয়ী ঢাকা মেট্রো
ম্যাচসেরা: সাদমান ইসলাম
Discussion about this post