অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি! সময়টা ভাল যাচ্ছিল না। লড়ে যাচ্ছিলেন ক্যান্সারের সঙ্গে। সেই লড়াই শেষে চলে গেলেন সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু। যিনি বাংলাদেশ ক্রিকেটের ‘গাব্বার সিং’ খ্যাত। ঢাকার একটি হাসপাতালে শনিবার মারা যান তিনি। মৃত্যুকালে সাজুর বয়স হয়েছিল ৭৫ বছর।
৭০ দশকের মিডিয়াম পেসার মাহমুদুল হাসান সাজু। খেলোয়াড়ী জীবনে অবশ্য বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। তবে ঢাকা লিগে ছিলেন অন্যতম সেরা পারফর্মার। মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন সুনামের সঙ্গে। আর সাজু ভক্তদের কাছে ‘গাব্বার সিং’ নামে পরিচিত ছিলেন সেই সময়। ৬ ফুটের ওপরে লম্বা সুঠামদেহী সাজুর মুখে গোঁফের কারণে গাব্বার সিং নামে ডাকতেন অনেকেই।
ঢাকা লিগে দুর্দান্ত সুইংয়ের জন্য পরিচিত ছিলেন এই মিডিয়াম পেস বোলার। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন সাজু। ২০০৭ সালে ঘরোয়া ক্রিকেট নিয়ে গঠিত বিসিবির বিশেষ কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।
সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে তার সাবেক ক্লাব মোহামেডানও শোক প্রকাশ করেছে।
Discussion about this post