ওভাল টেস্টের বাকি দু’দিন। ম্যাচের ভাগ্য কী হবে এখনই যেন বলে দেওয়া যায়। প্রথম ইনিংসে ৪৯২ রানের বড় ইনিংস করে স্বাগতিকদের চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। সেই চাপ সামাল দিয়ে দারুণ সতর্কতার সঙ্গে এগুচ্ছে ইংল্যান্ড। শুক্রবার তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৪৭। অস্ট্রেলিয়ার চেয়ে ২৪৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। নাটকীয় কিছু না হলে ড্রই হচ্ছে অ্যাশেজের শেষ টেস্ট। এর আগেই অবশ্য সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।
গত অ্যাশেজ সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ার মাটিতে সেবার সাত ইনিংসে রান করেছিলেন ৭৬৬। ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল কুকের ব্যাটিং নৈপুণ্যের কারণেই। এবারও বড় ব্যবধানে সিরিজ জয়ের পথে ইংল্যান্ড। তবে সিরিজে রানখরা যাচ্ছে অধিনায়ক কুকের। আগের দিন ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। কাল তার সঙ্গে মাত্র ৮ রান যোগ করে হ্যারিসের বলে ফিরে যেতে হল কুককে। তবে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন আগের দিনে ১৩ রানে ব্যাট করতে নামা তরুণ ব্যাটসম্যান জো রুট।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৯২/৯ ডিক্লে.।
ইংল্যান্ড : ১১৬ ওভারে ২৪৭/৪ (রুট ৬৮, ট্রট ৪০, পিটারসেন ৫০, বেল ২৯*, ওকস ১৫*; স্টার্ক ২/৬০)
Discussion about this post