দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হয়েছে আজ। জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় এবার শুরু থেকেই বেশিরভাগ তারকা ক্রিকেটার মাঠে নামতে পারছেন এবার। তাই এবারের আসরকে ঘিরে আগ্রহও বেশি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হবে এই প্রতিযোগিতা, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
ডিপিএলে অংশগ্রহণকারী দল
এবারও ঢাকার শীর্ষ ১২টি ক্লাব অংশ নিচ্ছে লিগে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং রানার্স-আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি লিজেন্ডস অব রূপগঞ্জ, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব আগের মতোই খেলবে। নতুন করে যুক্ত হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, যারা প্রথম বিভাগ থেকে উঠে এসেছে। অন্যদিকে, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও সিটি ক্লাব অবনমন হয়ে প্রথম বিভাগে নেমে গেছে।
লিগের ফরম্যাট ও সূচি
রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ১১ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল যাবে সুপার লিগে, যেখানে তারা আরও পাঁচটি ম্যাচ খেলবে। সুপার লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।
নিচের তিন দল খেলবে রেলিগেশন লিগ, যেখানে দুইটি ম্যাচ খেলার পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করা দুটি দল প্রথম বিভাগে অবনমিত হবে। পুরো লিগে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে এবং এক রাউন্ডের খেলা শেষ হবে দুই দিনে। প্রতিটি ম্যাচ সকাল ৯টায় শুরু হবে।
খেলার ভেন্যু ও সম্প্রচার
এই মৌসুমে ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনাও ব্যবহার করা হতে পারে।
এবার টি-স্পোর্টস সরাসরি টিভিতে মিরপুরের ২৮টি ম্যাচ সম্প্রচার করবে, আর বিকেএসপির ম্যাচগুলো দেখানো হবে তাদের ইউটিউব চ্যানেলে।
প্রাইজমানি ও পৃষ্ঠপোষকতা
এবারের আসরের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, আর পাওয়ার্ড বাই স্পন্সর ‘টাইলক্স’। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ১৫ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন দল ও সেরা পারফর্মারদের জন্য আর্থিক পুরস্কার থাকলেও চূড়ান্ত প্রাইজমানি এখনো ঘোষণা করা হয়নি। সুপার লিগের আগে এটি চূড়ান্ত হবে বলে জানা গেছে।
প্রথমবারের মতো আম্পায়ার্স কল রিভিউ
এবারই প্রথমবারের মতো লিগে ‘আম্পায়ার্স কল রিভিউ’ ব্যবস্থার প্রয়োগ হবে। রান আউট, স্টাম্পিং, নো বল কিংবা ক্যাচের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারবেন মাঠের আম্পায়াররা।
জাতীয় দলের শীর্ষ তারকারা এবার বিভিন্ন ক্লাবে খেলছেন
লিজেন্ডস অব রূপগঞ্জ: সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, আকবর আলি, সাইফ হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম।
আবাহনী লিমিটেড: শান্ত, মোসাদ্দেক হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, রিশাদ হোসেন, ইরফান শুক্কুর।
গাজী গ্রুপ ক্রিকেটার্স: এনামুল হক, মুনিম শাহরিয়ার, আমিনুল ইসলাম।
পারটেক্স স্পোর্টিং ক্লাব: সাব্বির রহমান (অধিনায়ক), মেহেদী হাসান সোহাগ।
ধানমন্ডি স্পোর্টস ক্লাব: নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরী।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ইমরুল কায়েস, নাঈম হাসান, সাদমান ইসলাম।
গুলশান ক্রিকেট ক্লাব: লিটন দাস, আজিজুল হাকিম তামিম।
Discussion about this post