ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের আকাশে উড়ছেন মুশফিকুর রহীম। বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সোমবার ইতিহাসের সর্বোচ্চ রানে ইনিংস খেললেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেন ২১৯ রান। মিরপুরের শেরেবাংলায় খেলা ইনিংসটি মুশফিক উৎসর্গ করলেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে।
মুশফিকের দুর্দান্ত সেই ডাবল সেঞ্চুরিতে ঢাকা টেস্টে ৭ উইকেট হারিয়ে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট ২৫ রান করেছে জিম্বাবুয়ে।
পাঁচ বছর পর ডাবল সেঞ্চুরি পেয়ে বলছিলেন, ‘দেখুন, এই ইনিংসটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করেছি। ইনিংসটা অনেক স্পেশাল ছিল এবং ও আমাকে অনেক অনেক ইন্সপায়ার করেছে। কালকেও আমাকে অনেক অনুপ্রানিত করেছে। ২০১০ সালে আমার প্রথম টেস্ট সেঞ্চুরি, বিশেষ করে এই মাঠে আমার প্রথম সেঞ্চুরি। এটা আমার ক্ষেত্রে মাইলফলক ছিল। চেষ্টা থাকবে এটার ধারাবাহিকতা ধরে রাখার।’
মুশফিক স্ত্রীর ভূমিকার কথা বলতে গিয়ে জানান, ‘আমার ক্যারিয়ারের স্ত্রীর অবদান অনেক বড়। কারণ আপনারা জানেন, আমি মন খারাপ করে থাকি বা এটা করে থাকি। কিন্তু বিয়ের পর এটা আমার অনেক বেশি উন্নতি হয়েছে। বাচ্চার পর তো আরও বেশি। আর আমার ফোনের ওয়াল্পেপারে ওর ছবি। একটু হাসি দেখলেই মন ভালো হয়ে যায়। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ।‘’
পাঁচবছর পর ডাবল সেঞ্চুরি ধরা দিল। তবে উচ্ছ্বাসের নাটাই ছেড়ে না দিয়ে বলেন, ‘টেস্টে খুব খারাপ ছন্দে ছিলাম সেটা বলব না। হয়তো বড় রান আসে নি কিন্তু আমি জানতাম বড় ইনিংস জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। একটু ভাগ্য আমার পক্ষে কথা বললেই একটা ফিফটিকে বড় একটা ইনিংসে পরিনত করতে পারব, এমন অনুভূতি ছিল।নিজের ওপর অনেক বিশ্বাস ছিল, প্রস্তুতিটা অনেক ভাল ছিল।’
Discussion about this post