ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারও বাছাই পর্বের বাধা টপকেই খেলতে হচ্ছে বিশ্বকাপ। সামনেই বাছাই পর্বের লড়াই। তার আগে প্রস্তুতিটা মন্দ হয়নি বাংলাদেশের মেয়েদের। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ উইকেটের উড়ন্ত জয় পেয়েছে সালমা খাতুনের দল।
বৃহস্পতিবার স্কটল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটি নেমেই ধাক্কা খায় ডাচ মেয়েরা। বাংলাদেশের বোলিং আক্রমণে নাজেহাল তারা। অলআউট হয়ে ১৬.৫ ওভারে মাত্র ৫১ রানে। জবাবে নেমে সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতেই ৬.৩ ওভারে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২৭ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন সানজিদা। ১২ বলে ১৮ রান তুলেন আয়েশা।
নেদারল্যান্ডসের হয়ে স্টেরা ক্যালিস করেন ১৯ রান। তিনি একাই পান দুই অঙ্কের দেখা। দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, শায়লা শারমিন ও খাদিজা তুল কুরবা। জাহানারা আলম ও সালমা খাতুন একটি করে উইকেট নেন।
আসছে ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড। ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ। এরপর স্বাগতিক স্কটিশদের বিপক্ষে ম্যাচ ৩ সেপ্টেম্বর।
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল আসর শুরু ২০২০ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ায়।
সংক্ষিপ্ত স্কোর-
নেদারল্যান্ডস: ১৬.৫ ওভারে ৫১ (ক্যালিস ১৯; জাহানারা ২-০-৪-১, সালমা ৩.৫-০-১৪-১, নাহিদা ২-০-৬-০, রিতু মনি ২-০-৬-০, ফাহিমা ৩-০-১০-২, খাদিজা ৩-০-৮-২, শায়লা ১-০-২-২)।
বাংলাদেশ: ৬.৩ ওভারে ৫৩/০ (সানজিদা ২৪*, আয়েশা ১৮*)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
Discussion about this post