ঠিক সময় মতো পথ খুঁজে পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। গত ম্যাচটাতে বোলাররনা সফল হলেও ব্যাটসম্যানদের ব্যার্থতায় হারাতে পারেনি মোহামেডান ক্লাবে। কিন্তু শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিকই নিজেদের খুঁজে পেলেন ব্যাটসম্যানরা। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে জিতল লিজেন্ডসরা।
এই জয়ে ওপেনার পিনাক ঘোষের ৬২ আর অধিনায়ক নাঈম ইসলামের অবদান ২৮ রান। টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরলো দলটি। ৭ ম্যাচে এটি রূপগঞ্জের চতুর্থ জয়।
ভিক্টোরিয়ার এটি টানা সপ্তম হার।প্রিমিয়ার লিগে এদিন অন্য ম্যাচে অভিশেষ মিত্রার ৯৬ রানে ভর করে প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারায় মোহামেডান। সাদমান ইসলামের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে ১০৭ রানে বিধ্বস্ত করে আবাহনী লিমিটেড।
ছুৃটির দিনে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে সেই ৪৫.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাবেক চ্যাম্পিয়ন রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ৪৫.৩ ওভারে ১৫৫/১০ (রুবেল ২৮, ফারুক ১৪, সনেট ১, উত্তম ৩৫, মোহাইমিনুল ৪, মইনুল ২১, আরাফাত সানি জুনিয়র ০, মনির ১৬, মুস্তাকিম ২২, সায়েম ০, মাহবুবুল ৬*; মোশাররফ ২/৩৬, শরীফ ২/৪৪, মাহমুদুল ১/১৫, রাসেল ১/৩০, রাজা ৩/১৩, আসিফ ০/১৭)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৩ ওভারে ১৫৬/৪ (জয়রাজ ১২, পিনাক ৬২, মাহমুদুল ১৩, মোশাররফ ২১, নাঈম ২৯*, রাজা ৯*; মাহবুবুল ০/১৩, আরাফাত সানি জুনিয়র ১/১৬, সনেট ০/৯, মনির ১/৩১, মুস্তাকিম ১/৩১, মোহাইমিনুল ০/৯, মইনুল ০/২০, রুবেল ১/১৭)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: পিনাক ঘোষ
Discussion about this post